মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সিলেবাস ও দায়-দায়িত্ব একই রকম হলেও সরকারি শিক্ষকদের তুলনায় বৈষম্যের শিকার তারা। মানববন্ধন থেকে শিক্ষা সংস্কার কমিশন গঠন ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিও জানানো হয়।
এছাড়া জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষকদের শিক্ষা প্রশাসনে পদায়ন না করার দাবি জানান বক্তারা। পরে এসব দাবি আদায়ে বিভাগীয় কমিশনার অফিসে স্মারকলিপি জমা দেয়া হয়।