নওগাঁর রাণীনগরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিপু হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ধনপাড়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিপু হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নদী থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রশাসন কঠোর নজরদারির মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের মতো অপরাধ দমনে সচেষ্ট থাকবে।