Homeজেলাচুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে সজিব (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মেদেনীপুর সীমান্তের ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পারেন।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, চারজন বাংলাদেশি যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের যৌথ অভিযানে সজিব আটক হন, তবে বাকি তিনজন পালিয়ে যান।

বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযানের সময় সজিবসহ ভারতের আরও তিনজন নাগরিক আটক হয়েছেন। পরে সজিবকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, এতে বিএসএফের কিছু করার নেই। বিজিবি পালিয়ে যাওয়া তিনজনের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের কারণে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে। বিজিবি ও বিএসএফের সমন্বয়ে এসব বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হলেও সীমান্ত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সর্বশেষ খবর