Homeশিক্ষা-শিক্ষাঙ্গনদীর্ঘ ১যুগ পর পাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশ্যে র‍্যালি

দীর্ঘ ১যুগ পর পাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশ্যে র‍্যালি

দীর্ঘদিন নিরব থাকার পর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রশিবির।

বুধবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৮টায় পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী নিয়ে র‍্যালি বের করা হয়।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের সদস্যদের জড়ো হতে দেখা যায়। পরে তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালি শুরু করে। মিছিলটি পাবনা টার্মিনাল হয়ে শহরের দিকে চলে যায়। র‍্যালিতে সংগঠনটির কর্মীরা বিভিন্ন স্লোগান যেমন,লিল্লাহি তাকবির আল্লাহু আকবার, শিবিরের প্রতিষ্ঠবার্ষিকী সফল হোক সফল হোক, ইসলামী শিক্ষার প্রচার, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার নানা দাবি জানিয়ে স্লোগান দেন।

পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ থাকার জন্য আমরা ক্যাম্পাসের ভিতরে র‍্যালি করতে পারছি না । তাই পাবনা শহর ছাত্রশিবিরের উদ্যোগে আজ ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী তে আমরা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে র‍্যালি করছি।

বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, সাময়িক কিছু সময়ের জন্য আমরা কমিটি প্রকাশ করছি না তবে আমরা খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করব।

সর্বশেষ খবর