ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভের কারণে। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। একপর্যায়ে বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটিতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই সেখানে ছাত্র-জনতা জমায়েত হতে থাকে। রাত ৮টার কিছু আগে তারা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতর ও বাইরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। কেউ কেউ বাড়ির জানালা ও গ্রিল খুলে নেয়। একপর্যায়ে দোতলায় অগ্নিসংযোগ করা হয় এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়।
বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেয় এবং মুজিববাদ বিরোধী নানা মন্তব্য করে। তাদের দাবি, ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
এর আগে, স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং তার সাম্প্রতিক ভাষণ ঘিরে ফেসবুকে ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেওয়া হয়। এর জেরেই এই বিক্ষোভ শুরু হয়।
পুলিশ আগে থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় সতর্ক অবস্থানে ছিল। তবে বিক্ষোভকারীরা যখন বাড়িতে ভাঙচুর চালায়, তখন উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে উত্তাল ঢাকা শহরে জনরোষের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকেই তার ফিরে আসার গুঞ্জন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল।