Homeজেলাপাকিস্তানের গবাদিপশু ও প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব, ঝিনাইদহে হাই কমিশনার

পাকিস্তানের গবাদিপশু ও প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব, ঝিনাইদহে হাই কমিশনার

বাংলাদেশে সবধরনের উন্নতজাতের গবাদিপশু যেমন শাহীওয়াল গরু, ভেড়া ও ছাগল দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান । এর সাথে দুধ ও মাংস প্রক্রিয়াকরণে সর্বধুনিক প্রযুক্তির সাথেও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান । তবে, যদি বাংলাদেশ সরকার এসব ব্যাপারে আগ্রহী হয় তবেই তা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ । তিনি আজ দুপুরে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা স্কুল মাঠে এ সফরে এসব কথা বলেন ।

শৈলকূপা উপজেলা খামারিদের আয়োজিত সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের গবাদি পশু পালন প্রায় একই ধরনের । সেখানে পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশ্ববাজারে যথেষ্ট সুনামের সাথে কাজ করছে ।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান।

জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগীতা ও আহতদের পুর্নবাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের অধিনে এ অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগীতা করবে।

উপদেষ্টা বলেন, বিল বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সতর্ক থাকার আহŸান জানান। তিনি বলেন তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায় দ্রæতই এর সমাধান হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। খামারি সমাবেশটি অনুস্ঠিত হয় তরিকুল ইসলাম তুরকি’র সভাপতিত্বে ।

সর্বশেষ খবর