Homeজেলাপাবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পাবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পোর্টস ক্লাব। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং ক্রীড়া দক্ষতা বিকাশের লক্ষ্যে এই ক্লাব গঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্পোর্টস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা ড. রাশেদুল হল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা আশা ব্যক্ত করে বলেন, স্পোর্টস ক্লাব পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকগণ এই ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ক্লাবের কার্যক্রম পরিচালনায় পরামর্শ প্রদান করবেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। স্পোর্টস ক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন মো. গালিব হাসান, সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,ড. মো. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ,মো. রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ এবং মোছা. রাহেনা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ

স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকে জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য একটি সংগঠিত ক্লাবের প্রয়োজন ছিল। এই ক্লাব তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে।

প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মানসিক ও শারীরিক সুস্থতার অন্যতম মাধ্যম। স্পোর্টস ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা দলগত নেতৃত্বের দক্ষতা অর্জন করবে এবং নিজেদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও প্রতিযোগিতার চেতনা গড়ে তুলতে পারবে।

কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান বলেন, “আমি নিজেও খেলাধুলা করতে ভালোবাসি। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি আত্মবিশ্বাস, ধৈর্য ও দলগত নেতৃত্বের গুণাবলি বাড়ায়। পাবিপ্রবির শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য এই স্পোর্টস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর