নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় রাজু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং তারা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শ্রাবণ গ্রুপের সদস্য রাশেদুল ও হৃদয় গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তারা মারা যান।
সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়ানো যায়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা বন্ধ হয় এবং এলাকায় শান্তি বজায় থাকে।