কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মুস্তাক শাহারিয়ার সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো. শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূ-তথ্য পরিবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সজীবের গ্রেপ্তার হওয়ার বিষয়টি ৫ ফেব্রুয়ারি বুধবার নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানা পুলিশ কলেজমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে। তিনি পূর্ব সাপখাওয়া গ্রামের নুর ইসলাম মণ্ডলের ছেলে এবং ২৬ বছর বয়সী।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, সজীবকে ১/১৮ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বিস্তারিত জানানো হয়নি, তবে সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিলের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। সেই হামলার ঘটনায় সজীবের নাম উঠে আসে।
গ্রেপ্তার হওয়ার পর সজীবের বিরুদ্ধে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
এদিকে, সজীবের গ্রেপ্তার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে, সজীবের বিরুদ্ধে এসব অভিযোগ প্রশাসনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে।
এই গ্রেপ্তারির ঘটনায় নাগেশ্বরী এলাকায় পুলিশের অভিযান নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। সজীবের গ্রেপ্তারি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপগুলোর দিকে সবার দৃষ্টি রয়েছে।