Homeজেলালক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা শহীদ আবু ছায়েদের জীবনী প্রদর্শন

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা শহীদ আবু ছায়েদের জীবনী প্রদর্শন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দেয়ালিকা উৎসব ০৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা প্রমুখ।

উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, শহীদ আবু ছায়েদ জীবনী ও ছবি, মহান স্বাধীনতা, জুলাই-আগষ্ঠে ২০২৪ বিপ্লবসহ বিভিন্ন অভিজ্ঞতাকে ধারণ করে দেয়ালিকা তৈরি করেছে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর