নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও উপকারভোগীদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমবায় অফিসার হারুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় তরুণ উদ্যোক্তাদের মাঝে ৭ লাখ ১৯ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন ও জুলাই-আগস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া, ৪ ফেব্রুয়ারি বিকেলে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দক্ষিণ চকযদু পল্লী মাতৃকেন্দ্রে উপকারভোগী ও তরুণদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই আয়োজন তরুণদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।