ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালান, তবে তার সম্পূর্ণ দায়ভার ভারতকে বহন করতে হবে, বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমরা ভারত সরকারের কাছে জানতে চাই, কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান, তবে তারা এটির দায় নেবে কি না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই। ছাত্র ও জনতা রাজপথে ছিল এবং থাকবে।”