প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে ছয় সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে নির্বাচন কবে হবে তা চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এ পরবর্তী নির্বাচন ডিসেম্বর ২০২৫ বা জুন ২০২৬-এ অনুষ্ঠিত হতে পারে।
তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ছয় সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করবে এবং জুলাই চার্টারে স্বাক্ষর করবে। এরপর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে, যা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন এবং পরবর্তী সরকার দায়িত্ব নেবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ সংস্কার, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এবং স্বতন্ত্র তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে।
শফিকুল আলম যোগ করেন, সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলায় স্থাপনের প্রস্তাবও রয়েছে।