Homeজেলানারীসহ তিনজনকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ বিএনপি নেতা এমরানের বিরুদ্ধে

নারীসহ তিনজনকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ বিএনপি নেতা এমরানের বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে একটি দোকান দখলে নিতে নারীসহ তিন জনকে পিটিয়ে রক্তাক্ত করেছেন শাহ মোহাম্মদ এমরান নামে এক বিএনপি নেতা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে ভবানীগঞ্জ মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মৃত কিবরিয়া মোল্লা ছেলের গোলাম কুদ্দুস, তার বোন কহিনুর বেগম এবং কুদ্দুসের শ্যালক আসিফ মাহমুদ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্ত শাহ মোহাম্মদ এমরান সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক।

গোলাম কুদ্দুস ও কহিনুর বেগম জানিয়েছেন, ভবানীগঞ্জ মাছ বাজার এলাকায় জমি নিয়ে মৃত কিবরিয়া মোল্লার স্বজনদের সঙ্গে বিএনপি নেতা শাহ এমরানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভবানীগঞ্জ বাজারে কুদ্দুসের মালিকানাধীন একটি ফার্মেসির দোকান জোর করে দখলে নিতে কখনও তালা, কখনও হুমকি-ধমকি দিয়ে আসছেন এমরান। এ নিয়ে সদর থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দেন কহিনুর বেগম। এতে ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে অনুসারীদের নিয়ে দোকানটি দখল করতে আসেন এমরান। এতে কুদ্দুস বাধা দিলে এমরান ও তার অনুসারীরা হামলা চালান। কুদ্দুসকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। তাকে বাঁচাতে এলে বোন কহিনুর ও শ্যালক আসিফকেও পিটিয়ে আহত করা হয়। সবশেষে দোকানে তালা ঝুলিয়ে দেন এমরান। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন ভুক্তভোগীরা।

হামলার বিষয়ে জানতে বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, ‌‘রক্তাক্ত অবস্থায় গোলাম কুদ্দুস, কহিনুর বেগমসহ তিন জনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা দিয়ে তাদের ভর্তি রাখা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কহিনুর বেগম। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর