দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০-৮৫ কোটি টাকা। অভিযানে একজনকে আটক করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এটি স্থানীয় মো. গোলাম মোর্শেদের বাড়ির পিছনে মাটির গর্তে পুঁতে রাখা ছিল।
এ ঘটনায় শতগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আক্কাস আলীকে আটক করেছে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি মো. আব্দুল গফুর জানান, কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তিটির বাজারমূল্য প্রায় ৮০-৮৫ কোটি টাকা। এটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি ও পাচারের ঘটনা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার একটি দুর্লভ বিষ্ণুমূর্তি উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রয়োজন দ্রুত তদন্ত ও পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যাতে এ ধরনের মূল্যবান প্রত্নসম্পদ সংরক্ষণ করা যায়।