পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিসিএস, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ ও প্রস্তুতির জন্য ফ্রি সেমিনার ও মেধা যাচাই পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে “পাস্ট বিসিএস জব হান্টার্স”।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সেমিনারে বিসিএস প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। প্রধান আলোচক হিসেবে থাকবেন অগ্রণী ব্যাংকের এজিএম জনাব মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন পাস্ট বিসিএস জব হান্টার্সের সভাপতি মোঃ মাকফুর রহমান।
সেমিনারের পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের আদলে ২৫ নম্বরের একটি মেধা যাচাই পরীক্ষা নেওয়া হবে। এতে ৩৬তম থেকে ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নের ধাঁচ অনুসরণ করা হবে। পরীক্ষায় সেরা ১৫ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া, পাস্ট বিসিএস জব হান্টার্সের পূর্ববর্তী পরীক্ষাগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরাও পুরস্কৃত হবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুকরা অনলাইনে লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যা পাস্ট বিসিএস জব হান্টার্সের ফেইসবুক পেইজে পাওয়া যাবে।
সেমিনার ও পরীক্ষাটি আয়োজন করছে “পাস্ট বিসিএস জব হান্টার্স” এবং সৌজন্যে থাকছে “ওরাকল বিসিএস পাবনা”। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন চাকরিপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনামূলক ও সহায়ক হবে।