নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আদাবর থানা ছাত্রদল। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আদাবর থানার ছাপরা মসজিদ থেকে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে গিয়ে শেষ হয়।
গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। এর প্রতিবাদে সোমবার (৩ ফেব্রুয়ারি) আদাবর থানা ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে, যা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনে অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তা সফল হতে দেব না। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্রলীগ নামমাত্র নিষিদ্ধ হলেও, সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে তারা এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আমরা ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা রুখতে প্রস্তুত। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সচেতন সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”
এই বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সুমন, আব্বাস, সিয়াম, জাহিদ, সুজন, সাব্বির, নাজমুল, রনি, ইউসুফ, সৌরভ, মাইনুল, সুজন, রুবেল, রাজিব, জামাল, মিরাজ, রতন, আপন, আল আমিন, শাহ আলম, সাইফুল, মোস্তফা, সবুজ, শাওন, জীবন, রিপন, আজাদ, আরমান, উজ্জ্বল, ইমরান, রিমন, রমজান, সাগর, ফারুক, ইসমাইল, নাহিদ, ফাহিম, শামীম, ফয়সাল, রিফাত, রবিন প্রমুখ।