Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে প্রক্টরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে প্রক্টরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইইই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ইইই বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এমন সময় তার ‘প্রক্টর স্যার আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘হামলাকারীরা আস্তানা এই ক্যাম্পাসে হবে না’, ‘হামলাকারীর বিচার চাই-করতে হবে করতে হবে’ এমন বিভিন্ন স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, গত ২ ফেব্রুয়ারির ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে উদ্দেশ্যপ্রণদিত ভাবে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের হামলা করা হয়। আজকে একজন শিক্ষকের গায়ে হাততোলা হয়েছে। প্রক্টর একটি বিশ্ববিদ্যালয়ের সর্বচ্চ আইন কর্মকর্তা। তার গায়ে হাততোলা তোলা মানে পুরো বিশ্ববিদ্যালয়ের গায়ে হাততোলা।যেখানে আজকে প্রক্টর স্যারের উপরে হালমা হয়েছে কাল ভিসি স্যারের উপর হামলা করবে না এটার ব্যাখ্যা কী? এটা যদি বিচার না করা হয় ভবিষ্যতে তার আরো সাহস পাবে, আরো বড়কিছু করার চেষ্টা করবে।

এসময় বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এয়াকুব আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটা একটি মহানুভবতার কাজ করেছ তোমরা, সেটা হল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই প্রথমবার কোন শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে জোড়ালো কোন আবেদন করেছে এটা বিশ্ববিদ্যালয়ের ৩৯ বছরের ইতিহাসে শিক্ষকের উপর হামলার বিচার আনুষ্ঠানিক ভাবে এই প্রথম চাওয়া হয়েছে এর আগে হতো বিবৃতির বা সামান্য একটা মানববন্ধনের মাধ্যমে কিন্তু তোমরা প্রতিবাদের কঠোর ভাষা প্রয়োগ করেছ। তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন।

তিনি আরও বলেন, যে ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ শিক্ষকের ওপর হামলা এবং কয়েকজন ছাত্র প্রতিপক্ষের দ্বারা আক্রমনের শিকার হয়েছে শুনেছি যা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা। আমার মনে হয় যারা তদন্ত কমিটি গঠন করেছে তারা উপযুক্ত রিপোর্ট দিবে। এই রিপোর্টেও আমরা যদি সন্তুষ্ট না হই,আমরা যারা স্টেকহোল্ডার আছি ব্যবস্থা নিব এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। যেটা বিশ্ববিদ্যালয়ের ৪০ বছরের ইতিহাসে ঘটেনি।

উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রাত আটটার বাসে (সানন্দা) আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার মীমাংসা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। এই ঘটনার জের ধরে আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যায়। এদিকে নিজ বিভাগের শিক্ষক ও বর্তমান সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের আহত হওয়ার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর