Homeজেলারাণীনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড'র নির্বাচন অনুষ্ঠিত

রাণীনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বিআরডিবি ভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খট্টেশ্বর রাণীনগর কৃষক সমবায় সমিতির সভাপতি মো. সরফরাজ খান মাছ মার্কা প্রতীকে ৫৩ ভোট পেয়ে তিন বছরের জন্য ইউসিসিএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড়িয়াপাড়া কৃষক সমবায় সমিতির মো. মঞ্জুর আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫২ জন। এর মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এ নির্বাচনে নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ছরোয়ার হোসেন ও রাণীনগর সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার। সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

সর্বশেষ খবর