কুড়িগ্রামের সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত ৫টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ধ হওয়া ইটভাটাগুলো হলো:কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় অবস্থিত মেসার্স এম এইচ ব্রিকস, পূর্বকুমরপুরে আর আর ব্রিকস,ঘোগাদহে ফোর স্টার ব্রিকস, রসুলপুরে থ্রি স্টার ব্রিকস,উত্তম কুমরপুর শিবেরতরে বন্ধু ব্রিকস
মোবাইল কোর্ট পরিচালনার সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ইটভাটাগুলোর কিলন আংশিক ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম।
অভিযান কালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ ইটভাটা বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাতে পরিবেশের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়।