পিরোজপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিডাব্লিউডি এক্সেন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও সরকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
টুর্নামেন্টটির সার্বিক আয়োজন করে গণপূর্ত বিভাগ, পিরোজপুর। অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুজ্জামান সবুজ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক আলিফ আহমেদ রাজিব।
এবারের পিডাব্লিউডি এক্সেন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের আশা প্রকাশ করেন।
পিরোজপুরবাসীর জন্য এই টুর্নামেন্ট শুধু ক্রীড়ার আনন্দই নয়, বরং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনও গড়ে তুলেছে বলে আয়োজকরা মন্তব্য করেন।