Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে ১ যুগ ধরে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

ইবিতে ১ যুগ ধরে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তারা দীর্ঘ বারো বছর তথা এক যুগ যাবৎ নিখোঁজ রয়েছেন। এসময় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট গুমের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংশ্লিষ্ট বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। দীর্ঘ ১ যুগ বিগত সরকার তাদেরকে ফিরিয়ে দেয়নি। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, আমাদের দুই ভাই কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদ্ঘাটন করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের অধীনে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে বর্তমান সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮ থেকে ১০ জন তাদেরকে নামিয়ে নিয়ে যান। তারা ক্যাম্পাসে না ফেরায় তাঁদের বন্ধুরা পরিবারকে জানান। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

সর্বশেষ খবর