Homeজেলাকুকুর আতঙ্কে গ্রামবাসী, ৩ দিনে আক্রমণের শিকার ২০ জন

কুকুর আতঙ্কে গ্রামবাসী, ৩ দিনে আক্রমণের শিকার ২০ জন

ঝিনাইদহ সদর উপজেলার লক্ষিপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন।

জানা যায়, গত ৩ দিনে ঝিনাইদহ সদরের লক্ষিপুর গ্রামটিতে কুকুরের আক্রমণের ঘটনা বেড়েছে। বয়স্ক কিংবা শিশু কেউই কুকুরের কামড় থেকে রেহায় পাচ্ছে না। কুকুরের হঠাৎ এমন আক্রমাত্মক আচরণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কুকুরের ধাওয়ার শিকার হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। এর মধ্যে আহত হয়েছেন ২০ জন। ঝিনাইদহ সদর হাসপাতাল বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন। গত ১ ফেব্রুয়ারি সে বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয়।

আফরিনের মত ভুগেছেন একই গ্রামের কৃষক সখিদুল ইসলাম। কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হন তিনিও। বর্তমানে তিনি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গ্রামের সখিনা বেগম জানান, এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে। গত কয়েক দিনে কুকুরের ধাওয়া করেছে কমপক্ষে ১০ নারীকে। কেউ কেউ পুকুরে ঝাপ দিয়ে রক্ষা পেয়েছে।

আলিম মিয়া জানান, মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে আবার দ্রুতই পালিয়ে যাচ্ছে কুকুরগুলো।

এলাকাবাসী বলছে, প্রায় ৩০টি কুকুর আছে এ গ্রামে। অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতোমধ্যে মেরেও ফেলেছেন।

ঝিনাইদহ সদরের ১১ নং পদ্মাকর ইউনিয়নের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মীর আলামিন জানান, বিষয়টি খুবই গুরুতর। আমি যত দ্রুত সম্ভব জেলা প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ খবর