কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ ফেব্রুয়ারি ২০২৫) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। জনাব মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম খাঁনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, নাগেশ্বরীতে প্রথমবারের মতো সাংবাদিকদের নিয়ে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসান এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিম রেজা। তারা সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাদের পেশাগত সততা বজায় রাখার পরামর্শ দেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। তারা এমন একটি উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আরও কর্মশালা ও আলোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
এই সমাবেশ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে বলে সবাই আশা প্রকাশ করেন।