Homeশিক্ষা-শিক্ষাঙ্গননজরুল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মোট ১৪টি স্থানে সরস্বতী পূজা উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মোট ১৪টি স্থানে সরস্বতী পূজা উদযাপিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্ৰদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় সরস্বতী পূজা ।

কেন্দ্রীয়ভাবে পূজা উদযাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদে পূজা উদযাপিত হয়েছে। এর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগ, এলজিইউডি, ইইই, নাট্যকলা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সহ মোট ১৪ টি স্থানে এই পূজা আয়োজিত হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার সকল আয়োজনের সফলতা কামানা করেন ।

সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাসের এক্সট্রা শিডিউলও দেওয়া হয়। ময়মনসিংহ টাউন হল থেকে ৭.১৫ এবং বিকাল ৫ টায় এবং বিশ্ববিদ্যালয় থেকে দুপুর ২ টায় শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মচারীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়।

দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণের পর শিক্ষার্থীসহ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। উপস্থিত ভক্তরা জানান সরস্বতী পূজা উপলক্ষে সন্ধ্যায় দেবীর উদ্দেশ্যে আরতী এবং ভক্তিমুলক সঙ্গীত পরিবেশন করা হবে। এর ই মাধ্যমে শেষ হবে ভক্তি এবং আড়ম্বরপূর্ণ দেবীর পূজা।

সর্বশেষ খবর