Homeআন্তর্জাতিকনেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইসরায়েলি পুলিশ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইসরায়েলি পুলিশ

ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) ফাঁস হওয়া এক চিঠির বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। গত ২৬ ডিসেম্বর বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে পাঠানো এক চিঠিতে অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ বিষয়ে নিশ্চিত করে।

এর আগে, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন নামা লাজিমি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

ইসরায়েলের আদালতে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২০ সালের মে মাস থেকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে বিভিন্ন কারণে মামলাগুলোর কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার বিলম্বিত করার অভিযোগ উঠেছে, এবং ধারণা করা হচ্ছে, এতে তার স্ত্রী সারা নেতানিয়াহুও সহায়তা করছেন।

সাইবার নিরাপত্তা বিভাগসহ পুলিশের যৌথ বাহিনীর তদন্তের প্রধান দুটি অভিযোগ হলো, দুর্নীতি মামলার এক প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে সাক্ষ্য দিতে বাধা দেওয়া। অ্যাটর্নি জেনারেল ও তার দপ্তরের কর্মকর্তাদের হয়রানি করতে বিক্ষোভ সংগঠিত করা।

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান সবচেয়ে আলোচিত মামলাটিতে তিনি ও তার স্ত্রী উভয়েই আসামি। অভিযোগপত্র অনুযায়ী, তারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে কয়েকজন বিলিওনিয়ারের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার মূল্যের উপহার নিয়েছেন, যার মধ্যে ছিল দামি সিগার, অলঙ্কার ও মদ।

সর্বশেষ খবর