অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে হবে। তিনি আশ্বস্ত করেন যে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সরকার দায়িত্বশীল এবং একটি ইতিবাচক সমাধানের পথ তৈরি হচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। তবে জনভোগান্তি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করছি, ভালো কিছু হবে।”
তিনি আরও বলেন, সাত কলেজ ইস্যুটি দীর্ঘদিনের জটিল সমস্যায় পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের ফলে হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সমস্যা সমাধানে কাজ করছে। প্রতিটি কলেজকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং শিগগিরই একটি কার্যকর সমাধান আসবে বলে আশ্বাস দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রতি জনগণের সমর্থন থাকাটা গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে মানুষ রাস্তায় নেমেছিল, কারণ এটি যৌক্তিক ছিল। আমরা স্পষ্ট করে বলেছি, যৌক্তিক দাবিতে কেউ আন্দোলন করলে সরকার তা বাস্তবায়নের চেষ্টা করবে। তবে কর্মসূচি দেওয়ার সময় জনভোগান্তির দিকটিও বিবেচনায় রাখা জরুরি।”