কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম রচিত ‘পুতুলের বিয়ে’ নাটকটি প্রদর্শনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় থিয়েটার।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুষ্টিয়া’র পক্ষ থেকে বাংলা মঞ্চে সংগঠনটি এ রম্য নাটক মঞ্চস্থ করে। নাটকটির রচয়িতা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার(ল্যাব) জনাব গাউছুল আজম।নির্দেশনায় ছিলেন সাইফুন্নাহার লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে “বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুষ্টিয়া” র থিয়েটারকর্মী ফারাবি, আশিক, বন্যা, লাকী, সঙ্গীত, প্রণয় এবং ঐশী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান স্যার। এছাড়াও সার্বিক পরামর্শে ছিলেন “বিশ্ববিদ্যালয় থিয়েটার কুষ্টিয়া” র উপদেষ্টা বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ড. সাইফুজ্ জামান স্যার।
সংগঠনের দপ্তর সম্পাদক সাইফুন্নাহার লাকী বলেন, আজকে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিলো দর্শকের মুখের হাসি। জীবনের কঠিন বাস্তবতাকে সহজ করে নেওয়ার সরল সমাধান হাসি। চলতে পথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকি। তাই আমরা চেয়েছিলাম এই নাটকের মাধ্যমে দর্শকদের মধ্যে খানিকটা রিফ্রেশমেন্ট পৌঁছে দিতে। সবশেষ, দর্শকদের আনন্দমুখর সাড়া পেয়ে আমরা ভীষণ আনন্দিত।