Homeজেলাভোলায় ডাকাতের গুলিতে নিহত ১, আহত ৩

ভোলায় ডাকাতের গুলিতে নিহত ১, আহত ৩

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এবং ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নদীর ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

নিহত মো. হাসান (৩২) পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের সরোয়াদ্দির ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, ভোলা সদরের বাগার হাওলা এলাকার আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আব্বাস মাঝির ট্রলারে করে ভোলার মেঘনায় মাছ ধরতে যান কয়েকজন জেলে। সন্ধ্যায় একদল লোক ওই ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা বাধা দিতে চাইলে তাদের ওপর গুলি চালায় ডাকাতরা।

এতে মো. হাসান নিহত ও তিনজন গুলিবিদ্ধ হন। পরে ট্রলারে থাকা অন্যরা হাসানের মরদেহসহ ট্রলারটি তীরে নিয়ে এলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, ‘পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।

এসপি মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘আহতদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর