Homeরাজনীতিদেশে দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

দেশে দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশ দখলের চেষ্টা করছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় থাকায় জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের এই আস্থা পুনরুদ্ধারে কাজ করতে হবে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আগামী দিনে সংসদ কীভাবে চলবে, এর মেয়াদ কতদিন হবে, কেউ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এসব বিষয়ে আলোচনা হতে পারে। তবে এসব বিষয়ে মাত্রাতিরিক্ত বিতর্ক করলে রাষ্ট্র পুনর্গঠনের কাজে পিছিয়ে পড়তে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড়। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার পরিকল্পনা নিয়েই বিএনপি ৩১ দফা প্রণয়ন করেছে। এর মধ্যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য, শিল্প ও কৃষি খাতের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর জনগণের ভোটাধিকার ছিল না। অস্ত্রের জোরে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কখনও ভোটারবিহীন নির্বাচন, কখনও ডামি নির্বাচন হয়েছে। এই সুযোগে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কোনো জবাবদিহিতা না থাকায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।’

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনই এই সংকট সমাধানের একমাত্র উপায়। জনগণের ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে সংসদের মেয়াদ ও কাঠামো কেমন হবে। এ নিয়ে মাত্রাতিরিক্ত বিতর্ক স্বরাষ্ট্র মেরামতের কাজে বিঘ্ন ঘটাবে।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ, কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর