Homeরাজধানীতিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে আমরন অনশন কমসূচী

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে আমরন অনশন কমসূচী

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রুপান্তরের জন্য আমরণ অনশন কর্মসূচি পালনের সাথে গুলশান ১ এর মূল মহাসড়কটি অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (১লা ফেব্রুয়ারি)সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত শহর গুলশান ১ মহাসড়ক অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ দিন এর বেশী সময় আন্দোলন করার পরও শিক্ষা মন্ত্রনালয় থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসার কারনে শিক্ষার্থীরা গুলশান ১ অবরোধ করেন।গত তিন দিন আগে ঘোষণা করেন সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রুপান্তর করতে হবে সাথে আরো ছয়টি দাবি পেশ করেন কলেজের শিক্ষার্থীরা।

গুলশান ১ অবরোধ করার আগে শিক্ষার্থীরা মহাখালী, আমতলী অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। আমতলী বিক্ষোভ শেষে গুলশান ১ এর গোলচত্বর ঘেরাও করে রাখে হাজার হাজার শিক্ষার্থী। গুলশান ১ অবরোধকারী বাংলা বিভাগের একজন শিক্ষার্থী জানান যে আমরা গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশান ১ এ প্রায় এক ঘন্টা সময় ধরে অবরোধ করে রাখি এবং আজ শনিবারেও আমরা অবস্থান করছি। গত কালকে রাত ৯ টার সময় আন্দোলনকারীরা ঘোষণা করেন বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। সেই ঘোষণার পর থেকেই আজ বিকেল ৪ টাই আমরা মহাখালী ও গুলশান ১ অবরোধ করি।

তিতুমীর কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান যে তাদের মূল দাবি তিতুমীর বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত না ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে। আগামী কাল ১১টার পর আবার কঠিন কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

সর্বশেষ খবর