Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে গ্রীন ভয়েসের নবীন বরণ ও প্রবীন বিদায়

ইবিতে গ্রীন ভয়েসের নবীন বরণ ও প্রবীন বিদায়

কুষ্টিয়নর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় নবীনদের চারাগাছ ও ফুল দিয়ে বরণকরে নেয়া হয় ও প্রবীনদের সনদপত্র প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত,আইন বিভাগের অধ্যাপক ড. মো. আরমিন খাতুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুল কবির, গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক জনাব আরিফুর রহমান, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক জনাব সোহানুর, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এস এম সুইট ও মাজিদুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও শতাধিক নবীন শিক্ষার্থী, প্রবীণ সদস্যগণ এবং সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জানাব আলমগীর কবির বলেন বর্তমান সময়ে যুব সমাজ জুলাই গণঅভ্যুত্থানের পর যেভাবে উজ্জীবিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গ্রীন ভয়েস এর নবীন সদস্যদের প্রকৃতি ও পরিবেশ নিয়ে উজ্জীবিত করতে চাই। সকল প্রকার পার্ক, মাঠ, উদ্যান জনসাধারণের জন্য উম্মুক্ত করা সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস সদা প্রস্তুত। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সকলের জন্য অনেক অনেক শুভকামনা।

সভাপতির বক্তব্যে সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন নবীন সহযোগী সদস্যের গ্রীন ভয়েস পরিবারে স্বাগতম। নবীনদের নিয়ে গ্রীন ভয়েস আরো এগিয়ে যাবে, আপনাদের নিত্য নতুন ধারণা দিয়ে গ্রীন ভয়েস আরো সমৃদ্ধ হবে এই প্রত্যাশায়।

সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট বলেন, ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রিন ভয়েস তাদের কার্যক্রম চালিয়ে আসছে।যেকোনো পরিস্থিতিতে গ্রিণ ভয়েস পরিবেশ রক্ষা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেআপনাদের প্রতি আমার আহ্বান থাকবে পূর্ববর্তী কমিটিকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এ কমিটিকেউ তেমন সহযোগিতা করবে।

সর্বশেষ খবর