Homeজেলাকাহারোল উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড

কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড

দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

গতকাল রাত আনুমানিক দেড়টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্থানীয় জনগণ কাহারোল ফায়ার সার্ভিসে খবর দিলে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাহারোল থানা পুলিশ আগুনের সূত্রপাত তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন।

অপরদিকে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সদস্য, নির্বাহী কমিটি কাহারোল উপজেলা বিএনপি’র ইমরান সর্দার জানান ফ্যাসিস্ট আওয়ামী’র নিষিদ্ধ ছাত্রলীগ ফেব্রুয়ারির কর্মসূচির অংশ হিসেবে একযোগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন।

সর্বশেষ খবর