Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে বাৎসরিক শিক্ষাবৃত্তি দিচ্ছে ছাত্রশিবির

ইবিতে বাৎসরিক শিক্ষাবৃত্তি দিচ্ছে ছাত্রশিবির

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের চতুর্থ দফা ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’-এর অংশ হিসেবে স্নাতকে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের “শিক্ষাবৃত্তি প্রকল্প’২৫” ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (০১ ফেব্রুয়ারি) শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজে ‘শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রকল্প হিসেবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা ঘোষণা দেয় সংগঠনটি। তবে রেজিষ্ট্রেশনের সময়সীমা ৩ ফেব্রুয়ারি ২০২৪।

আবেদনের নিয়মাবলি:

➤ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।

➤ অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন।

➤ অভিভাবকের বাৎসরিক আয় ২,৪০,০০০/- এর কম হতে হবে।

➤ অসত্য তথ্যের সন্নিবেশ কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

➤ নবাগত শিক্ষার্থীরা সিজিপিএ এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করবেন।

উল্লেখ্য, রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর তথ্য যাচাইয়ের মাধ্যমে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের তথ্যগুলো আমাদের গোপনীয়তার সাথে আমানতসরূপ যথাযথ সংরক্ষণ করবে বলে জানান সংগঠনটি।

রেজিষ্ট্রেশন ফর্ম: https://docs.google.co/

সর্বশেষ খবর