Homeজেলাচট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ

চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ। বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক সার্জন ও বিশেষজ্ঞরা অংশ নেন। এতে হিপ প্রতিস্থাপন সার্জারির সর্বশেষ প্রযুক্তি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার আহ্বায়ক ছিলেন ডাঃ ইকবাল হোসেন। প্রধান ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডাঃ এম আমজাদ হোসেন, সেক্রেটারি জেনারেল ডাঃ এম আলী, ট্রেজারার ডাঃ আনিসুর রহমান হাওলাদার, বৈজ্ঞানিক সম্পাদক ডাঃ হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ওয়াকিল আহমেদ, এবং যোগাযোগ সম্পাদক ডাঃ পারভেজ আহসান।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাহুল ভান, কনসালটেন্ট ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, ডাঃ খালেদ বিন ইসলাম ছাড়াও কর্মশালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডাঃ চন্দন কুমার দাস, ডাঃ মোহাম্মদ কায়সারুল মতিন, ও ডাঃ মাহমুদুর রহমান।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিল চট্টগ্রামে প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টির উন্নত প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি। অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সার্জারির আধুনিক কৌশল নিয়ে আলোচনা করেন। সফলভাবে সম্পন্ন হওয়া এই কর্মশালা চট্টগ্রামে অর্থোপেডিক চিকিৎসার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর