নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে তাহসানের পর এবার সুখবর দিলেন তার সাবেক স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
ভালোবাসা দিবস উপলক্ষে বড় পর্দায় আসছেন মিথিলা। তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’ মুক্তি পাচ্ছে এ মাসেই। শুক্রবার (৩১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান তিনি।
মিথিলা লেখেন, “দীর্ঘ চার বছর ধরে আটকে থাকা ‘জলে জ্বলে তারা’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।” অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুর মতো গুণী অভিনেতারা।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘জলে জ্বলে তারা’ সিনেমার শুটিং শুরু হয় ২০২১ সালের অক্টোবরে, মানিকগঞ্জে। মাত্র এক সপ্তাহেই শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। ২০২3 সালে এটি মুক্তির কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
প্রেম ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের কেমন লাগবে, সেটাই এখন দেখার বিষয়।