বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রফেসর ইউনূস একটা কথা বললে কিংবা আসিফ নজরুল বা অন্যান্য পরিচিত ও বয়স্ক উপদেষ্টারা একটা কথা বললে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক।’
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ‘শহিদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ঘোষণাই মহান মুক্তিযুদ্ধের তুর্যধ্বণি’- শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের প্রতি একটা জিনিস আমাকে বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে দুয়েকজন ছাড়া এমন কোনো উপদেষ্টা নাই যিনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছেন, মিডিয়ায় কথা বলেছেন।’
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি। ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল। এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। ওই সময় নাপিত একটা প্রশ্ন করত, স্যার ইলেকশন দেবেন কবে? এটা শুনলেই তাঁর চুল খাড়া হয়ে যেত। তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারের তো একই অবস্থা। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। ইলেকশন কি কোনো অন্যায় কাজ? কোনো অপকর্ম? গত ১৬-১৭ বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি।’
অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্ট প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দিন। শুধু শুধু সময়ক্ষেপণ করবেন না, আমরা আপনাদের সম্মান করি। আমরা সকল রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। আশা করি, এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না।
বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের পাশাপাশি দেশে এই মূহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত প্রয়োজন। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তার জন্য তিন মাস সময়ই যথেষ্ট।
নির্বাচিত সরকার ছিল না বলেই ৭১ সালে আমাদের যুদ্ধ করতে হয়েছিল উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন প্রশ্ন রাখেন, আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক-বিতর্ক করতে হবে?
ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ছাত্র নেতাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চান, তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদের আহমেদ খানের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।