Homeআন্তর্জাতিকযোগী আদিত্য নাথের দাবি: সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম

যোগী আদিত্য নাথের দাবি: সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম, এমনটি দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ‘মহাকুম্ভ সংলাপে’ তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘প্রয়াগরাজের (পূর্বে এলাহাবাদ) এই বিশাল ধর্মীয় উৎসব শুধু একটি জাতি বা ধর্মের জন্য নয়। এটি সব ধর্ম, সংস্কৃতি ও জাতির মিলনমেলা।

যোগী আদিত্য নাথ বলেন, ‘সনাতন ধর্ম মানবতার ধর্ম। এর অনুসারীদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম এক এবং সেটি সনাতন ধর্ম। মহাকুম্ভ সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে।’

মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে ‘মহাপর্ব’ আখ্যা দিয়ে বলেন, ‘১৪ জানুয়ারি মকর-সংক্রান্তিতে প্রায় ছয় কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। এই মহাপর্ব ঐক্যের বার্তা দিয়েছে। এখানে কোনো বিভেদ নেই। যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন, তাদের বলি, নিজ চোখে দেখুন, সনাতনের বশ্যতা স্বীকার করুন।’ ‘সঙ্গম’ হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল, যা প্রয়াগরাজের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর প্রদেশ বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের আয়োজন করেছে। ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে ১০ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণি সঙ্গমে স্নান করেছেন।

সর্বশেষ খবর