Homeজাতীয়সৌদি রুটে বিমান টিকিটের দাম দ্বিগুণের বেশি, সিন্ডিকেটের অভিযোগ

সৌদি রুটে বিমান টিকিটের দাম দ্বিগুণের বেশি, সিন্ডিকেটের অভিযোগ

সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একমুখী টিকিটের দাম এখন প্রায় দুই লাখ টাকা, যা কয়েক মাস আগেও যাওয়া-আসার জন্য ৪০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে ছিল। ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানিয়েছে, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে এই দাম বাড়ানো হচ্ছে।

আটাবের তথ্যমতে, আগে প্রতি সপ্তাহে সৌদি রুটে ৯৮টি ফ্লাইট চলত, যা এখন পরিকল্পিতভাবে কমিয়ে ৪৬টিতে আনা হয়েছে। এর ফলে টিকিটের চাহিদা বাড়িয়ে বাজারে সংকট তৈরি করা হচ্ছে। আটাবের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন, প্রায় ৬০ হাজার সিট ব্লক করে রাখার ফলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে।

বর্তমানে সৌদি এয়ারলাইনস ঢাকা-জেদ্দা রুটে তিন মাসের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে ১ লাখ ৮৪ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কোনো সিট খালি নেই, আর মার্চ মাসের টিকিটের মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এমিরেটস, কাতার, এবং বাজেট এয়ারলাইনসগুলোর ভাড়াও প্রায় লক্ষাধিক টাকায় পৌঁছেছে।

সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের অধিকাংশই এই চড়া ভাড়ার কারণে ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি ওমরাহ ও হজ যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে এয়ারলাইনসগুলোকে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। তবে এখনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সর্বশেষ খবর