Homeজেলাইবি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন কমিটি গঠন

ইবি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন কমিটি গঠন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজির (এএনএফটি) ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোমা খাতুনকে সহ-সভাপতি এবং মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশিদুজ্জামানকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অন্যান্য পদে মনোনীত হয়েছেন:
সহকারী সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মাহাত, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম টিপু, সহকারী সম্পাদক মো. মুন্না হোসেন, দপ্তর সম্পাদক মো. বেদারুল ইসলাম প্রান্ত, সহকারী দপ্তর সম্পাদক মো. সরোয়ার হোসেন সাকিব।

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তামিমা ইয়াসমিন এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক মো. ওলিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. এমরান হোসেন, সহকারী ক্রীড়া সম্পাদক আবু রায়হান বাবু। বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন হাসান তারেক, সহকারী বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন।

ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছা. মোস্তারিয়া নাহিম মিলা এবং সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক আরিয়ান ইকবাল রাতুল। সিনিয়র নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন আহমেদ ও জেসমিন আক্তার জুই।

জুনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আয়ুব হোসেন, অনিক গোস্বামী, আল জাবির, তাসনিয়া রশিদ মাউশি, সামিহা তাসনিম, ফকরুদ্দিন ফাহিম, মো. মেহেদি হাসান অর্ণব এবং এস.এম. বায়েজিদ আহমেদ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রধান লক্ষ্য থাকবে বিভাগের উন্নয়নে কাজ করা এবং এর গৌরব ও ঐতিহ্য ধরে রাখা। যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকব এবং আমাদের দায়িত্বপালনে কোনো অসংগতি যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকব।”

সর্বশেষ খবর