Homeজেলানরসিংদীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

নরসিংদীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

নরসিংদীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নরসিংদী শহরের পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা, ইফরান আহমেদ মোল্লা, এনায়েত সারজিদ প্রমুখ।

মেলায় মোট ১০৫টি বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সর্বশেষ খবর