বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে নিমিষেই পুড়ে ছাই হয়েছে পাঁচ ব্যবসায়ীর পাঁচটি দোকান। এতে অনন্ত ক্ষতি হয়েছে কোটি টাকার মালামাল। ফলে সর্বশান্ত হয়ে পড়েছে ৫ ব্যবসায়ী। ফায়ার সার্ভিসের দু’ টি ইউনিট এসে আগুনের নিয়ন্ত্রণ নেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারে ।
কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারের সোনামনি স্কুল সংলগ্ন একটি মার্কেটে রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমিষেই ওই স্থানের পাঁচটি দোকান ভস্মিভূত হয়। এতে হামিদিয়া লাইব্রেরীর ৩০ লক্ষ টাকা, আল আমিন ষ্টোরের ৩ লক্ষ টাকা, গোধলী ক্লোথ ষ্টোরের ২০ লক্ষ টাকা, ফাতেমা সু ষ্টোরের ৫ লক্ষ টাকা ও মিজানুর ইলেক্ট্রনিক্সের প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া হামিদিয়া লাইব্রেরী ও মিজান ইলেক্ট্রনিকের গুদাম ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুনের নিয়ন্ত্রণ আনে। এসময় তারা ২ কোটি টাকার মালামাল রক্ষা করেছে বলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়। তারা আরও জানান- আগুনের নিয়ন্ত্রন আনা সম্ভব না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারতো।
খবর পেয়ে আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়ার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের সাব-অফিসার মহরম আলী জানান- অগ্নিকান্ডে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা দুটি ইউনিট প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করতে পেরেছে।