Homeজেলাবেরুবাড়ীতে পার্টি অফিসের নামে ইট সংগ্রহ, বিক্রির অভিযোগে সভাপতি প্রশ্নবিদ্ধ

বেরুবাড়ীতে পার্টি অফিসের নামে ইট সংগ্রহ, বিক্রির অভিযোগে সভাপতি প্রশ্নবিদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে পার্টি অফিস তৈরির নামে সংগৃহীত ইট বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে চেয়ারম্যান মোঃ সোলায়মান আলীর কাছ থেকে ইব্রাহিম খলিল ৭ হাজার ইট এবং ২০ হাজার টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এই ইটগুলো বেরুবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পেছনে সংরক্ষিত ছিল।

আজ সকাল ৭টার দিকে স্থানীয় মোঃ আশরাফুল, বিজয় ও আমজাদ গং সেই ইট সরিয়ে নেয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দের প্রশ্নের জবাবে যারা ইট সরিয়ে নিয়েছেন, তারা জানান, ইটগুলো বিক্রি করা হয়েছে এবং তারা তা কিনে নিয়েছেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী এ বিষয়ে বলেন, “পার্টি অফিস তৈরির কথা বলে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল আমার কাছ থেকে ৭ হাজার ইট এবং ২০ হাজার টাকা নিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি সেই ইট বা টাকার কী করেছেন, সে বিষয়ে আমার জানা নেই।”

অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল এই অভিযোগ অস্বীকার করে বলেন, “ইট বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইটগুলো যেখানে রাখা ছিল, সেখান থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তাই সেগুলো হেফাজতের জন্য সরিয়ে রেখেছি।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, পার্টি অফিসের জন্য সংগৃহীত ইট এভাবে সরানোর যৌক্তিকতা নিয়ে। অন্যদিকে, ইট বিক্রির বিষয়টি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও সন্দেহ ও অস্বস্তি দেখা দিয়েছে।

এই ঘটনায় বিস্তারিত তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সর্বশেষ খবর