ধামইরহাটে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধামইরহাট স্মৃতিসৌধ চত্বরে এ আয়োজন করে ধামইরহাট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী (চপল)। এছাড়া সভাপতিত্ব করেন ধামইরহাট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. সাকিব চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক শাহারাজ আলী সনি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল কাউসার বুলবুল, মো. আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নেত্রী মৌসুমি আক্তার এবং ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন।
দোয়া মাহফিলে বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে তার অবদানের কথা উল্লেখ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।