কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রতিটি বিভাগের ক্লাস রিপ্রেজেনটেটিভ (সিআর) কর্তৃক সম্মিলিত উদ্যোগে নিজেদের আন্তঃযোগাযোগ স্থাপন করার লক্ষ্যে প্রথম বারের মতো চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিআর’দের অংশগ্রহণে মিলন মেলা আয়োজন করা হয়। এসময় সাংস্কৃতিক আড্ডা সহ সার্বিক মতামত ও বিভিন্ন বিষয়ে আলোচনা করে তারা। সম্মিলিত ৩৮তম ব্যাচের নাম নির্ধারণ বিষয়ে আলোচনার পাশাপাশি নিজেদের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের তাগিদ দেয়।
আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী আশিক জানান, এমন সুন্দর ও মনোমুগ্ধকর আয়োজন সত্যিই আনন্দের। আমি চাই এভাবে সকল বিভাগের সবার সাথে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর ইশরাক জানান, প্রতিটা ডিপার্টমেন্টের ক্লাস থেকে শুরু করে যেকোনো একাডেমিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিআর। এই উদ্দেশ্যকেই সফল করতে ৩৬টা ডিপার্টমেন্টের সিআরগণ নিজেদের আন্তঃযোগাযোগ স্থাপন করার এই উদ্যোগ। ৩৮তম ব্যাচকে এগিয়ে নিতে, ভিন্ন কিছু করতে আমরা সকল ডিপার্টমেন্টের সিআর বদ্ধপরিকর।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রোকন জানান, সকল বিভাগের মধ্যে পারস্পারিক সম্প্রীতিবোধ জাগ্রত করার জন্যই মূলত ছিল এ আয়োজন। যা ইবির ইতিহাসে এই প্রথম। আজকের অনুষ্ঠানে ২৫টি ডিপার্টমেন্টের প্রতিনিধি অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি পরবর্তীতে এরকম কোন আয়োজনে ৩৬টি ডিপার্টমেন্ট এর প্রতিনিধি অংশগ্রহণ করবে ইংশাআল্লাহ।
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হেদায়েতুল্লাহ জানান, স্মৃতি ও আনন্দে ভরা এ দিনটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধনকে আরও শক্তিশালী করেছে। ধন্যবাদ সকল আয়োজকদের যারা এ স্মরণীয় দিনটি সম্ভব করেছে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৌফিক বলেন, আজ ইবি ২৩-২৪ এর প্রায় সকল ডিপার্টমেন্টের সিআর দের সাক্ষাতে সকল ডিপার্টমেন্টের সাথে একে অপরের এক মেলবন্ধন তৈরি হলো। একে অন্যের সমস্যা নিরসন, আন্তঃযোগাযোগ বৃদ্ধি, ও নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আজকের প্রোগ্রামটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী নাঈম জানান, যারা কষ্ট করে এতো সুন্দর আয়োজন করেছেন সকল কে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আয়োজন টা অনেক সুন্দর ছিল। সবাই কে একসাথে পেয়ে অনেক ভালো লেগেছে।