Homeরাজনীতিবিএনপির সিনিয়র নেতার অবস্থান নিয়ে সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

বিএনপির সিনিয়র নেতার অবস্থান নিয়ে সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিএনপির একজন সিনিয়র নেতার অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ওই নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বলেছেন। অথচ তিনি ভুলে গেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুন, গণহত্যা ও ভোটাধিকার হরণের মাধ্যমে দেশকে অরাজকতার চূড়ায় নিয়ে গেছে।

হাসনাত অভিযোগ করেন, এতসব অন্যায়ের দায় এড়িয়ে ওই নেতা আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে দ্বিধা করেননি। বরং তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বিএনপির কিছু আসে যায় না। অথচ বিগত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কারণে বিএনপি ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

হাসনাত আরও বলেন, গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তনের সুযোগ এলেও বিএনপি সেই সুযোগকে অবমূল্যায়ন করে ১/১১ সরকারের ফর্মূলার আলাপ নিয়ে হাজির হয়েছে। নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা অনুভব করা সত্ত্বেও বিএনপি ছাত্র-জনতার উদ্যোগকে হুমকি হিসেবে দেখছে এবং তাদের উত্থান রুখতে আওয়ামী লীগের সঙ্গে কার্যত একমত হয়েছে।

তিনি দাবি করেন, দেশের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান সময়ের দাবি। কিন্তু বিএনপি নিজেদের স্বার্থে সেটিকে বাধাগ্রস্ত করছে।

হাসনাতের এই মন্তব্য নতুন রাজনৈতিক শক্তি গঠনের সম্ভাবনা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিতে পারে।

সর্বশেষ খবর