Homeজেলারাণীনগরে চাঁদাবাজি মামলায় ৭ আসামি গ্রেফতার

রাণীনগরে চাঁদাবাজি মামলায় ৭ আসামি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে চাঁদাবাজি মামলার ও সাজাপ্রাপ্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি এবং অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক ওরফে ডলার (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫), ঘোষগ্রামের রকিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫), গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০), সিলমাদার গ্রামের সোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫) ও পারইল গ্রামের মতিউর রহমানের স্ত্রী আক্তারুন নেছা।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৭ জনকে বুধবার দিন আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর