Homeখেলাঝিনাইদহে জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা অনুর্ধ ১৭ ফাইনাল অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা অনুর্ধ ১৭ ফাইনাল অনুষ্ঠিত

ঝিনাইদহে তারুন্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা অনুর্ধ ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের সমাপনী হয় ।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, ক্রিড়া কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।

৫ দিন ব্যাপি এ গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা । এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিডিএলজি রথিন্দ্রনাথ রায় ।

ফাইনালে বালিকা বিভাগে শৈলকূপা উপজেলা ৫-২ গোলে কোটচাদপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । অন্যদিকে, বালক বিভাবে ঝিনাইদহ পৌরসভা ৩-০ গোলে কোটচাদপুর উপজেলারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গেওরব অর্জন করে ।

সর্বশেষ খবর