Homeজেলাধামইরহাটে উমার ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে উমার ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় ধামইরহাট ৪ নং উমার ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৪ নং উমার ইউনিয়ন কৃষক দলের সভাপতি এরশাদুল আলমের সভাপতিত্বে উপজেলার চকচন্ডি বিজিবি মোড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও আড়ানগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শামিম কবির মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, পৌর জিয়া সাইবার ফোর্সের সাবেক আহ্বায়ক শাহিনা আক্তার, ছাত্রনেতা ওমর ফারুক রুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াছিম আরাফাত ওভি, প্রমুখ।

সর্বশেষ খবর