Homeশিক্ষা-শিক্ষাঙ্গনপরিবহন ব্যবস্থায় স্বস্তির দেখা পেল সোহরাওয়ার্দী কলেজ

পরিবহন ব্যবস্থায় স্বস্তির দেখা পেল সোহরাওয়ার্দী কলেজ

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার ৭৫ বছর পর প্রথমবারের মতো নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ফিতা কেটে দুটি দ্বিতল বাসের উদ্বোধন করেন। বাসগুলোর নামকরণ করা হয়েছে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ আব্দুল্লাহ এবং মুক্তি নামে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, “এই বাস দলমত নির্বিশেষে সোহরাওয়ার্দী কলেজের সকল ছাত্রের। বাসে চলাচলের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো পরিস্থিতিতেই যেন কলেজের মান ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর দিতে হবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন ভাড়া কেটে নেওয়া হবে, বাড়তি কোনো ভাড়া দিতে হবে না। ভবিষ্যতে নতুন বাস যুক্ত করে বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

দুটি বাসের যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের শিক্ষার্থীদের সুবিধার্থে। শহীদ আব্দুল্লাহ বাসটি স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী, ধোলাইপাড় হয়ে ক্যাম্পাসে পৌঁছাবে। অন্যদিকে, মুক্তি বাসটি বাড্ডা, রামপুরা, বাসাবো, সায়েদাবাদ হয়ে ক্যাম্পাসে আসবে।

সকাল ৭টা ১০ মিনিটে বাসগুলো নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ক্যাম্পাসে পৌঁছাবে এবং দুপুর ২টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে পুনরায় যাত্রা করবে।

এই পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতকে আরও নিরাপদ, সহজ এবং সময়সাশ্রয়ী করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর